Blogs > Blog Details

News and Insights

image

প্রযুক্তির ছোঁয়ায় ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২

এই বছর অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের আয়োজক দেশ হলো কাতার। যেখানে বসতে যাচ্ছে  ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ২২ তম আসর। এশিয়া মহাদেশের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের জায়গা করে নিয়েছে কাতার। যেহেতু আয়োজক দেশ কাতার তাই তারা সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর দাম আগের বিশ্বকাপের চেয়ে অনেক বেশি। এছাড়া আগের বিশ্বকাপের চেয়ে কাতার বিশ্বকাপে নিষেধাজ্ঞার অধীনে যেসব দিক বেশি নিষেধাজ্ঞায় রয়েছে কাতার বিশ্বকাপে।

অন্যদিকে ৩ জুন অনুষ্ঠিত হওয়া প্লে অফে লাতিন আমেরিকার দেশ পেরুকে হারিয়ে অস্ট্রেলিয়া অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
অভাবনীয় প্রযুক্তির ছোঁয়ায় এবারের বিশ্বকাপ

    আধুনিক শীতলীকরণ ব্যবস্থা
    অপসারণযোগ্য স্টেডিয়াম
    সেন্সরযুক্ত বল
    সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি
    স্মার্ট স্টেডিয়াম
    আধুনিক সংবেদনশীল কক্ষের ব্যবস্থা
    আধুনিক নেভিগেশন প্রযুক্তি
    সর্বোচ্চ ব্যয়বহুল বিশ্বকাপের আসর

নির্মাণ ব্যয় সহ প্রায় ৩০০ বিলিয়ন ডলারের বেশি খরচ হচ্ছে এবারের বিশ্বকাপে। যা এই পর্যন্ত যত বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে সর্বোচ্চ। আধুনিক নির্মাণ শৈলী ও প্রযুক্তিগত দিকের জন্য ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবার।
কাতার বিশ্বকাপে নিষেধাজ্ঞার অধীনে যেসব দিক

    মাদকদ্রব্য সেবন
    হোমো সেক্সচুয়ালিটি
    অযাচিত শোরগোল
    বিনা অনুমতিতে ছবি তোলা
    উচ্চ আওয়াজে বাদ্য বাজানো
    অশালীন চলাফেরা

প্রাইস মানি রেকর্ড এবারের বিশ্বকাপ

গ্রুপ পর্বের প্রতিটি দল পাবে ৯ মিলিয়ন মার্কিন ডলার। পুরস্কার থাকবে মোট ১৬ টি। দ্বিতীয় রাউন্ডের প্রতিটি দল পাবে ১৩ মিলিয়ন ডলার। পুরস্কার থাকবে মোট আটটি। কোয়ার্টার ফাইনালে ওঠা প্রতিটি দল পাবে ১৭ মিলিয়ন ডলার। সেমিফাইনালের দল পাবে ২৭ মিলিয়ন ডলার এবং বাদ পড়া দল পাবে ২৫ মিলিয়ন ডলার। রানার্সআপ দল পাবে ৩০ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২৫৮ কোটি টাকা আর চ্যাম্পিয়ন দল পাবে ৪২ মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় ৩৬১ কোটি টাকা যা আগের বিশ্বকাপের প্রায় ৮০ গুণ। সর্বমোট ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার থাকছে এবারের বিশ্বকাপের অন্যতম চমক হিসেবে।
বিশ্বকাপের অন্যতম আকর্ষণ এবারের বিশ্বকাপের বল

বিশ্বকাপের এবারের বলটির নামকরণ হয়েছে আল-রিহলা। যার অর্থ ভ্রমণ।এটি প্রস্তুত করেছে বিশ্বের অন্যতম খেলাধুলা বিষয়ক প্রতিষ্ঠান এডিডাস।যা কাতারের সংস্কৃতি স্থাপত্য ঐতিহ্যবাহী নওগাঁ ও পতাকা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে।ফুটবল ইতিহাসের সব থেকে দ্রুত কবি বল হবে এটি যা দাবি করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ এর অসাধারণ কিছু চমক

ফিফা বিশ্বকাপ ফুটবলের এই মেঘাই ব্যান্ড বেশি কিছু নতুন প্রযুক্তি ও নতুন নিয়ম রাখা হয়েছে যা এবারের বিশ্বকাপে অনেকটাই আলাদা করে দেবে আগের বিশ্বকাপ গুলো থেকে।
কানেক্ট বল টেকনোলজি

সাসপেনশন সিস্টেম যা ধরে রাখে এবং মেপে নেবে ইনারশিয়াল মেজারমেন্ট এবং মোশন সেন্সর ইউনিট। এটা মূলত কিক পয়েন্ট প্রেসিশন অটোমেটিক ভাবে বোঝা যাবে বল কোথা থেকে কখন কিভাবে কিক হবে। অন্যদিকে আই এম ইউ ট্রান্সমিট করবে কিক পয়েন্ট লোকেশন ডিরেকশন ৫০০ হাজ্জ এ।
স্টেডিয়ামের ছাদে ১২ টি ক্যামেরা

স্টেডিয়ামের ছাদে ১২ টি ক্যামেরা থাকবে যা বল প্লেয়ারদের ৫০ টাইম প্রতি সেকেন্ডে ফলো করবে। বল যেখানে মারা হবে সেখান থেকে কখন কি হবে তাও ফলো করবে। ভিডিও অপারেশন রুমে এলার্ট থাকব এবং সিদ্ধান্ত রেফারিকে জানানো হবে।
পাঁচজন বিকল্প ফুটবলারকে খেলানো

*এই প্রথমবার বিশ্বকাপ ফুটবলে মোট পাঁচজন বিকল্প ফুটবলারকে খেলানো যাবে।
২৬ জন প্লেয়ার এর স্কোয়াড

*সর্বমোট ২৬ জন প্লেয়ার এর স্কোয়াড হচ্ছে এইবার প্রথম যা আগে ২৩ জনের স্কোয়াড হত।
মহিলা রেফারী

*মহিলা রেফারীরা এই প্রথমবার পুরুষদের ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন। প্রধান রেফারিদের ৩৬ জনের তিনজন থাকবে মহিলা পাশাপাশি সহকারি রেফারিদের ৬৯ জনের তিনজন মহিলা রেফারি থাকবেন।
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর দাম
Year    Prize money(USD)
2022    $42m
2018    $38m
2014    $35m
2010    $30m
2006    $20m
2002    $8m
1998    $6m
1994    $4m
1990    $3.5m
1986    $2.8m
1982    $2.2m
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর প্রাইস মানি

2022 Finish    Prize money(USD)
Group stage    $9m
Round of 16    $13m
Quarter Finals    $17m
Fourth place    $25m
Third place    $27m
Runner-up    $30m
Winner    $42m
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ম্যাচ সিডিউল
Fifa football World Cup Shedual

0 Comments:

    No Comments yet!
    Be the first to comment. 😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Blogs

image
E- Learning Management TMS

Blog No Five

image
E- Learning Management LMS

Blog No Six

image
E- Learning Management

Blog No Seven

image
E- Learning Management LMS

Blog No Ten